SHUNNO - EK SATHE EK POTHE - UNITED COMMERCIAL BANK LTD.

ঈদের এই আনন্দের দিনে আপনাদের জন্য আমাদের উপহার ' একসাথে এক পথে ' যে গানটি আমরা বানিয়েছি United Commercial Bank Ltd. এর সাথে। এই করোনা মহামারী তে আমাদের সবকিছু থেমে গেছে। কিন্তু জীবন থেমে নেই। আমাদের এগিয়ে যাবার জন্য সাহস এবং ঘুরে দাঁড়াবার ইচ্ছাশক্তি কে আরো শক্ত করে সামনে এগিয়ে যেতে হবে। আমরা শ্রদ্ধা জানাই প্রতিটি মানুষ যারা একে অপরকে এই সময়ে সাহায্য করেছেন। একে অপরের পাশে থেকেছেন। সাবধানে থাকুন এবং নিয়ম কানুন মেনে চলুন। আমরা সবাই একসাথেই আছি, যতদিন এ মাটি আছে।

Tune & Composition: SHUNNO
Audio Production: Shaker Raza
Lyrics: Giash Shaheen

Comments

  • ×