SHUNNO - AREKBAR UNPLUGGED @ YAMAHA STUDIO

In "SHUNNO UNPLUGGED at YAMAHA STUDIO" we tried to recreate some of our songs in a soothing and laid-back acoustic version. For the second song from this season we wanted to perform a number which we have never performed before, and 'AREKBAR' is just the perfect song for that occasion.

All the instruments played by us were Yamaha products and this series was sponsored by Yamaha Music Bangladesh - ACI Motors Ltd and Yamaha Motorcycles Bangladesh - ACI Motors Ltd.

Performed by:
Vocal: Emil
Drums: Labib
Bass: Michael
Guitar: Ishmam

Tuned and Composed by SHUNNO
Audio Production: Shaker Raza
Audio Recording: Audio Design Bangladesh
Lyrics: Brishty Dessa, Hasib Firoz

Video Direction: Team RedPad
Director of Photography: Shohag Chowdhury
Edit: Tanim Parvez

Special Thanks to Gorur Ghash for being our wardrobe partner.

Follow SHUNNO:
Spotify: https://open.spotify.com/artist/2S7h1...
Facebook: https://www.facebook.com/SHUNNO.LIVE​
Instagram: https://www.instagram.com/shunn0band
apple music
https://music.apple.com/artist/shunno...
Youtube music
https://music.youtube.com/channel/UCh...

Lyrics:
আরেকবার একটু যদি অচেনা পথে
আমায় ছুঁয়ে যাওয়া জোছনা হতে
আরেকবার দিনের শেষে সূর্য স্নানে এসে
আমার অনুভবে স্বপ্ন হয়ে যেতে

তবে বলতাম আমি, এসো আজ উড়াই হৃদয়ঘুড়ি
আকাশে তুমি এসে রোদের ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
নীলের নীলে ভেসে স্বপনে তুলি আঁকে আনমনে

আবার যদি হয় পাওয়া হারাবার সিঁড়ি
তোমায় নিয়ে হব আজও আলোর স্বপ্নচারী

সেই তুমি একটু যদি দিতে পথপাড়ি
আঁধার রাত হয়ে যেত জোনাকির বাড়ি

তবে বলতাম আমি, এসো আজ উড়াই হৃদয়ঘুড়ি
আকাশে তুমি এসে রোদের ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
নীলের নীলে ভেসে স্বপনে তুলি আঁকে আনমনে
আকাশে তুমি এসে রোদের ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
নীলের নীলে ভেসে স্বপনে তুলি আঁকে আনমনে

Comments

  • ×